কোমলমতি ছাত্ররা একেকটা জান্নাতের মেহমান

কোমলমতি ছাত্ররা একেকটা জান্নাতের মেহমান! এখান থেকেই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন শিক্ষালাভ করে থাকে। কনকনা এই শীতের মৌসুমে ঠান্ডা উপেক্ষা করে ফ্লোরের মেঝেতে বসে কষ্ট করে পড়তো!হাফেজ Abul Kasem অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক বিষয়টা স্থানীয় দু'জন তরুণ সমাজ সেবক Ajijul Biswas  ও Mobarak Hossain  কে অবগত করে কিছু করা যায় কিনা? তারা  হুজুরকে আশ্বাস দিয়েছিলো (ইনশাআল্লাহ)কিছু একটা হবে।তারা বিষয়টা লক্ষ করে মাদ্রাসার ছোট ছোট কোমলমতি শীশুদের কথা চিন্তা করে মানবিক Bangladesh Probashi Foundation  এর কাছে সহযোগিতা চেয়ে আবেদন করে। আলহামদুলিল্লাহ! আমরা তাদের আবেদনে সারা দিয়ে সিংহা হিসনুল উলুম মাদ্রাসার ছোট ছোট কোমলমতি শিশুদের জন্য কিছু করতে পেরেছি।  সব সময় মানবিক কাজ করে যেতে চাই

কোমলমতি শিশুরা ভালো থাকুক...

ধন্যবাদ, ফাউন্ডেশনের সকল দাতাকে



Help Center