All Service

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। 

বাঙ্গালি জাতির অসীম সাহস, স্বাধীনতার আকাঙ্খা আর তীব্র মনোবলের হার মানতে বাধ্য হয় ভয়ংকর নরপিশাচের দল পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী। 


মুক্তিকামী, অত্যাচারিত, লাঞ্ছিত বাঙ্গালির প্রতিশোধের আগুনের ভয় এতটাই পাকি সেনাবাহিনীকে পেয়ে বসেছিলো যে আত্মসমর্পন করলেও আত্মরক্ষার্থে তারা অস্ত্র ফেরত দিতেও সাহস পাচ্ছিলো না।


মুক্তির আগুনের কাছে হার মেনেছিলো অত্যাচারীর চাবুক। এক সাগর রক্তের বিনিময়ে হলেও আমরা ছিনিয়ে এনেছিলাম স্বাধীনতা..

এক সাগরের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা আনলে যারা , আমরা তোমাদের ভুলবো না।





Help Center